অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং মৌজায় সরকারি খাস জমি রেখে ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিকগন তাদের ভোগদখলীয় সম্পত্তি বেদখল বা জোরপূর্বক খাল খনন করতে না পারে তার আশু প্রতিকার চেয়ে জেলা খুলনার ডুমুরিয়া সহকারী জজ আদালতে ২৩/০৪/২৫ ইং তারিখে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছে।
প্রাপ্ত মামলায় উল্লেখ করা হয়, মৃত কালিচরন ঢালীর পুত্র নিরঞ্জন ঢালীর কাছে গত ০৮/০৮/৯৫ তারিখে ৫১৬৪ নং কবলা দলিল মুলে এস এ ১৫৩ নং খতিয়ানে ২.৪৮৫ একর জমি ক্রয় করে নিতাই পদ মন্ডল, বিষ্ণুপদ মন্ডল ও শৈলেন্দ্রনাথ মন্ডল। সেই থেকে অদ্যাবধি তাদের ওয়ারেশগন জমি ভোগদখল করে আসছে। কিন্তু বর্তমানে ভূমি জরিপে বিআরএস ৩ নং খনিয়ানে পানি উন্নয়ন বোর্ডের নামে ভ্রান্তভাবে রের্কড হইলে বিআরএস রের্কড সংশোধন বাবদ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খুলনাতে ল্যান্ড ৭০/২০১৩ নং একটি মামলা করে জমির মালিকগন। বর্তমানে সে মামলা চলমান। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কে ভুল বুঝিয়ে কতিপয় ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের সম্পত্তিতে খাল খনন করার অপচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে বাদী কৌশিক মন্ডল বলেন, আধারমানিক কতিপয় ব্যক্তি সরকারি খাস জমি দখল করে মৎস্য ঘের করলেও (পূর্বের সরকারি খালের জায়গায়) সেখান দিয়ে খাল খনন না করে আমাদের ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা করছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী হুমায়ন কবির বলেন, বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। আগামী সোমবার তার কার্যালয়ে উভয় পক্ষ বসে একটি সুষ্ঠু সমাধান করা হবে।
Leave a Reply