1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে কমার্স কলেজ ও সুন্দরবন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে
0-4064x3048-0-0#

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির-কে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদল।
৪ মে রবিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামসাদ হোসেন আবিদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ-এর পরিচালনায় আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিন রহমান, আফিয়া আনজুম রোদসী, বায়েজিদ শেখ, তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান নাইম, তৌকির আহমেদ, নাঈম মীর, শাহরিয়ার রহমান ফাহিম তুষান, ইয়াসিন হোসেন, মাহমুদুল আলম সাহিল, আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক নাজের মাহমুদ নিবিড়, দপ্তর সম্পাদক তাসনিম হাসান ইনক (সহ সভাপতি পদমর্যাদা), প্রচার সম্পাদক আরাফাত হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষক মন্ডলীগণ ফুল দিয়ে বরণ করে নেন। এসময়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উৎফুল্লো এবং আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশ বিরাজ করে ।
অপর দিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সুন্দরবন আদর্শ কলেজের নবগঠিত ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ৪ মে রবিবার সকাল সারে ১১ টায় সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন এর সঞ্চালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে কলেজের অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আসিছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনি. সহ-সভাপতি আরিফুজ্জামান আসিফ, সহ-সভাপতি তানভীর হাসান আল আমিন, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম হাওলাদার, মাসুদুল ইসলাম মিরাজ, শাকিল হোসেন, নাজমুল হুদা জনি, সাংগঠনিক সম্পাদক রায়হান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক নওফেল বিন মাহবুব, সদস্য মিস সুরাইয়া আলম প্রমুখ। খবর বিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট