দাকোপ প্রতিনিধি:: দাকোপের অ্যাভেনগার্ড শিপইয়ার্ড ও বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় দাকোপ প্রেসক্লাবে অ্যাভেনগার্ড শিপইয়ার্ড লিঃ দাকোপের এজিএম আবি আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় গত ৩ মে ২০২৫ খুলনা প্রেসক্লাবে দাকোপের খলিশা গ্রামের জনৈক হিরন্ময় রায়ের করা সংবাদ সম্মেলনে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী নিয়ম নীতি অনুসরন করে স্থানীয় জনসাধারনের ক্ষতি না করে শতভাগ বৈধভাবে জমি ক্রয় করে আমাদের কোম্পানী নির্মান করা হয়েছে। দক্ষিন কোরিয়ান মালিকানা ও অর্থায়নে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও বৈদিশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। এটি একটি বিদেশী প্রতিষ্ঠান হওয়ায় এ দেশের প্রচলিত আইন মেনে পরিচালিত হয়ে আসছে। কারন আইন অমান্য হলে সে ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ হারাতে হবে। তিনি বলেন এই প্রতিষ্ঠানের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কোন সম্পৃক্ততা নেই বা আদৌ ছিলোনা। সুতরাং তাদেরকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূন্ন মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদীত। আমরা ওই সংবাদ সম্মেলনে আমাদের প্রতিষ্ঠান ও বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন ক্রয়কৃত সম্পত্তির দাগ খতিয়ান অনুসারে আমরা ভোগ দখল করছি যেটা স্থানীয় প্রশাসন যাচাই করে দেখেছে। এ সময় কোম্পানীর এ্যাডভাইজার আব্বাস উদ্দিন, অফিস সহায়ক সুমন আদ্য, ষ্টার্ফ সরোয়ার হোসেন, আতিয়ার রহমান ও মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply