দাকোপ প্রতিনিধি:: দাকোপে প্রাণিসম্পদ সেবা সহায়তা প্রদান বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র ও উপকরণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্ষমতায়ন পর্যায়-২ প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএন ওম্যেন এর সহযোগীতায় এএসডিডিডাব্লু (asddw) আয়োজনে রবিবার (৪ মে ) সকাল ১০ টায় উপজেলা প্রাণি সম্পদক দপ্তরের প্রশিক্ষণ রুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়। এএসডিডিডাব্লু এর নির্বাহী পরিচালক ও প্রজেক্ট ফোকাল লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এফএএআর দিপল ঢালী। উপস্থিত ছিলেন কনিকা রানী বৈরাগী, উপকার ভোগী শ্রাবনী সরকার, শ্যামলী মন্ডল, সুমী মন্ডল, রূপালী মন্ডল, মাধুরী মজুমদার, ইভানা মন্ডল, তনুশ্রী গাইন, সন্ধ্যা গাইন প্রমুখ। প্রশিক্ষণ শেষে উপকার ভোগীদের মধ্যে কিটবক্স, মাক্স, ডিজিটাল থার্মোমিটার, আইসপ্যাক, গেলিপট, পেভিসপ, ব্যাগ, নোটবুক, কলম, ফোল্ডার ফাইল প্রমুখ উপকরণ ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠনের প্রধান অতিথি।
Leave a Reply