1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

খুলনা মহানগরীর বর্জ্য অপসারণের বিষয়ে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর গৃহস্থালি বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের বিষয়ে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজন সংস্থাসমূহের প্রতিনিধিদের সাথে এক সভা বুধবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান। খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এ সভার অয়োজন করে।
সভায় নগরীর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড এলাকার পিটিআই, নিরালা ও ময়লাপোতা মোড়সহ কেডিএ এভিনিউ, খান জাহান আলী রোড এবং নিউমার্কেট এলাকা সংলগ্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণের বিষয়ে অংশীজন সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা ও তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হয়। পরর্তীতে সভায় নির্ধারিত ওয়ার্ডসমূহের কঠিন বর্জ্য সকাল সাড়ে ৮টার পূর্বে রাজাঁধে স্থানান্তর এবং গৃহস্থালি বর্জ্য সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নিকটস্থ এসটিএস-এ ডাম্পিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিকাল ৪টার পর এসটিএসসমূহে কোন প্রকার বর্জ্য ডাম্পিং করা যাবে না মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: আব্দুর রকিব, মো: জিয়াউর রহমান, বেসরকারি অংশীজন সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহ, নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক জিএম মঈন উদ্দিন, বনছায়া’র নির্বাহী পরিচালক ফজিলাতুন্নেছা, ক্লানশিপ-এর কর্মসূচি প্রধান এইচ এম এ ইসলাম, মুক্তির আলো’র নির্বাহী পরিচালক নিয়ামুল কারিম ফিনিক্স, সিএসডি’র নির্বাহী পরিচালক কামরুন নাহার কনা সহ কঞ্জারভেন্সী বিভাগের ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট