দাকোপ প্রতিনিধি:: দাকোপে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ১৮ জন খামারিকে ৫ হাজার টাকা প্রদান ও উন্নত ঘাস চাষাবাদের প্রযুক্তি এবং ৭টি পিজির সদস্যদের মধ্যে উপকরণ বিতরন করা হযেছে। প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসাই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন পৃথক প্রকল্পের আওতায় বুধবার বিকাল ৩ টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে খুলনা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অর্থ ও উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, প্রকল্পের কর্মকর্তা শামীমা আরা হক, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিনসহ সংশ্øিষ্ট দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী বৃন্দ। উপকরণের মধ্যে ১০ জন প্রাণি খামারীকে উন্নত ঘাস চাষাবাদে ইনসেনটিভ সাইলেজ প্রযুক্তি, ১৮ জন খামারীকে দ্বিতীয় কিস্তির ৫ হাজার করে টাকা প্রদান এবং ৭টি পিজির খামারীদের মধ্যে প্রতিটি পিজিতে পৃথক ভাবে ৫৪টি চেয়ার ও ৩টি করে টেবিল বিতরণ করা হয়।
Leave a Reply