1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১২ মে ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয় তদন্তে উচ্চপর্যায়ের কমিটি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠন নিষিদ্ধে নতুন অধ্যাদেশ অনুমোদন বেনাপোলে ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক বরিশালে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড নগদ টাকাসহ আটক ৬ নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

যশোরের বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে
Oplus_131074

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার আহ্বান জানান বক্তারা। আজ রবিবার (১১ মে) শার্শা উপজেলার বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বেনাপোল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নূরুল হকের সঞ্চালনায় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখার আমীর মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-৮৫, শার্শা-১, গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে ১৭০০ ছাত্র জনতাকে গুলি করে মেরেছে। ৩০ হাজার মানুষকে অঙ্গহানি করেছে। ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি দূর্নীতিমূক্ত সংগঠন। যে সংগঠন মানুষকে আল্লাহর পথে ডাকে। ফ্যসিবাদের পতনের পর নতুন করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা এ দেশকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে।’

এসময় ‘আল্লাহর দ্বীন চাই, সংবিধানে দ্বীন চাই’ এই স্লোগানে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন নেতারা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা আমির মোঃ রেজাউল ইসলাম, মাওলানা ইলিয়াস আলী ।

নেতারা বলেন, ‘ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি কর্মীকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও একনিষ্ঠতার মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের পথ সুগম হবে।’

স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর পর এই কর্মসূচির মাধ্যমে কর্মীদের মাঝে আদর্শিক চেতনা ও সাংগঠনিক বার্তা পৌঁছে দেয়া হয়েছে।কর্মী সম্মেলন শেষে আসরবাদ গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শোকরানা মিছিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট