অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় সৈয়দপুর ট্যাষ্টের জমি জবর দখল করে বসতঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে ৪ব্যক্তির বিরুদ্ধে। রাস্তার সীমানা জুড়ে বসতঘর ও বাড়ির সীমানা প্রাচীর দেওয়ায় রাস্তা চলাচলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে মিন্টু শেখ ও মোসলেম শেখ, মৃত কেরামত আলী শেখের ছেলে তরিকুল শেখ ও মৃত নওয়াব আলী শেখের ছেলে আব্দুস সাত্তার শেখ উপজেলার কাঞ্চনপুর মৌজায় সরকারি কোন অনুমতি ছাড়াই সৈয়দপুর ট্যাষ্টের জমিতে অবৈধভাবে জবরদখল করে পাকা বসতঘর, সীমানা প্রাচীর, গোসলখানা, টিউবওয়েল ও বাথরুর করেছে। এদিকে একই জমিতে (৯৬২ দাগে সৈয়দপুর ট্যাষ্টের ১নং খাস খতিয়ানের জমি) মুসলমান সাধারণের ধর্মীয় কাজে ব্যবহার্য হেতু বন্দবস্ত বহির্ভূত এই শ্রেণি ভুক্ত জমিতে দারুল আরকাম ইফতেদায়ী মাদ্রাসাটি ভেঙে দেওয়া হয়েছে। এঘটনায় ধর্ম প্রিয় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি সরকারি জমি জবরদখল করে বসতঘর করা হয়েছে, সেটা না ভেঙে ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে কোমলমতি ছেলেমেয়েরা কোরআন শিক্ষা গ্রহন করে সেটা গুড়িয়ে দেয়া হলো। এ ব্যপারে স্থানীয় ব্যক্তি নওশের আলী বলেন, সরকারি জমি জবর দখল করে একাধিক ব্যক্তি পাকা ইমারত তৈরি করেছে, গ্রামবাসী মিলে কোমলমতি শিশুদের সকালে কোরআন শিক্ষার জন্য বাঁশ দিয়ে ঘিরে একটি মক্তবখানা করেছিল। আর এই মক্তবখানাটি কোন কারণ ছাড়াই সেটি ভেঙে দিয়েছে। এব্যাপারে জমি জবর দখলকারী মোসলেম শেখ বলেন, আমাদের কোন কাগজ পত্র নেই। বাড়ির সামনের জমি হওয়ায়, সেখানে আমরা পাকা ইমারত করেছি।