দাকোপ প্রতিনিধি:: ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধীত) শীর্ষক প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় কি নোট স্পিকার হিসাবে বক্তৃতা করেন প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তৃতা করেন দাকোপ উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষি মনিটরিং অফিসার ধীমান মজুমদার। আলোচনা করেন ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, খাদ্য গুদাম কর্মকর্তা দীপংকর দেবনাথ, বি আর ডিবি কর্মকর্তা রুবায়েত আল আজাদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ,মো: মামনুর রশিদ, উপসহকারী কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, কৃষক প্রতিনিধি সন্ধ্যা রানী সরদার। সভায় কৃষক কৃষানী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারী কর্মকর্তারা অংশ গ্রহন করেন।