মনির হোসেন:: নারায়ণগঞ্জের কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে প্রায় ২ কোটি ১২ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় কোস্টগার্ড স্টেশন পাগলা এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৪২ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ১২ লক্ষ টাকা। প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত রেণু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক ও ড্রাইভারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply