1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। সভায় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ সম্পর্কিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ২০২৫ সালের বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে উৎপাদিত ধান, গম ও বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে। সারা দেশব্যাপী তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান ও ১৪ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। খুলনা বিভাগে ধান ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিকটন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিকটন। ‘আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে গম সংগ্রহ করা হবে ২৪ এপ্রিল ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। প্রতিকেজি গমের সংগ্রহ মূল্য ৩৬ টাকা। ধান, চাল ও গম সংগ্রহ সহজীকরণে অ্যাপসহ ম্যানুয়াল পদ্ধতি চালু রয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমেরন বিশ্বাস, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট