1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বেনাপোলে ষাট লাখ টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন মোংলায় কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক

বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট যুবদলের কার্যক্রমকে গতিশিল করার লক্ষ্যে সদর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে বাগেরহাটে সফর করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি। সফর কালিন সময়ে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা বাগেরহাট সদর ও পৌরসভার যুবদলের আহবায়ক পদ শূণ্য রয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষন সমাবেশের বক্তব্যে মুনায়েম মুন্না বলেন, অনতি বিলম্বে ত্যাগি নেতাদেরকে বাগেরহাট সদর ও পৌরসভার যুবদলের আহবায়কের পদটির দায়িত্ব দেয়া হবে। তারই ধারা বাহিকতায় শুক্রবার (১৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগেরহাট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান ও বাগেরহাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাইককে স্ব স্ব ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এরপর থেকেই সংগঠন প্রেমী এ নেতার পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে শুভকামনা পোস্ট দিতে থাকেন। এ বিষয়ে মো: হাসান ও সুমন বলেন,’ স্বাধীনতার ঘোষণা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। দেশের স্বার্থে দলের যেকোনো নির্দেশনা মেনে চলি। বিএনপি দলকে আমার মনেপ্রাণে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দলের যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যেতে পারলেই জীবন স্বার্থ। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।’
প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপি অঙ্গসহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন মোঃ আবুল হাসান ও মোঃ সুমন পাইক। জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, সভাপতি ও যুবদলের সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি তাঁর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট