বেনাপোল প্রতিনিধি:: চোরাচালন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল কর্তৃক গত ১৬ মে ২০২৫ তারিখ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন ভ্যান যোগে চোরাকারবারীরা কিছু মালামাল নিয়ে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ০৪ বস্তা মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থান হতে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৬০ লাখ ৫০ হাজার টাকার ভায়াগ্রা পাউডার (Sildenafil Citrate) আটক করে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
Leave a Reply