1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :

বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবন কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: দূষণের সঙ্গে সম্পর্কিত পরিণতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগণকে সচেতন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ প্রতিরোধে জনসচেতনাতা তৈরি
এবং জন-অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জার্নালিজম ফর সুন্দরবন কমিটির আহবায়ক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়ামিন আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় দূষণের সঙ্গে সম্পর্কিত বিষয়ে বক্তৃতা করেন কমিটির উপদেষ্টা সদস্য বাবুল সরদার, মোয়াজেম হোসেন
মজনু, কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মাসুম, মো. সবুর রানা, কমিটির সদস্য প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, এস এম সামশুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন সুন্দরবনের সুরক্ষায় জনসচেতনতা তৈরি এবং নীতি নির্ধারকদের
দৃষ্টি আকর্ষণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। “বস্তুনিষ্ঠ ও ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে সুন্দবনের গুরুত্ব এবং এর সংকটগুলো সঠিকভাবে তুলে ধরা সম্ভব।” সভায় সুন্দরবন রক্ষয় আরও সক্রিয় ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর খোন্দকার জিলানী হোসেন জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকল্পের কর্ম এলাকায় প্রতিটি উপজেলায় পলিথিনের বিকল্প হিসেবে ১০ হাজার পিচ করে পাটের ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হবে।
এই ব্যাগটি একজন ব্যক্তি এক বছর ব্যবহার করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট