দাকোপ প্রতিনিধি :: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে ২৫-২৭ ৩দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় উপজেলা ভূমি অফিস এ মেলার আয়োজন করেছেন।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জুবায়ের জাহাঙ্গীর‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, পানখালি ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস ছবুর প্রমুখ।