1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :

জবির ‘নোঙর’ বাসে সাম্প্রতিক আলোচিত ঘটনার সমাধান

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি-শাহারুল:: আজ ১৬ জুন ২০২৫, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-নরসিংদী পরিবহন নোঙ্গর বাসের শিক্ষার্থীদের নিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এর সভাপতিত্বে একটি তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্‌মুদা খানম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারি মাস থেকে ক্রমাগত সংঘটিত বিভিন্ন অভিযোগ ও সমস্যা উপস্থাপন করেন। প্রত্যেক শিক্ষার্থী তাদের বক্তব্যে সংশ্লিষ্ট অভিযোগ, দায়িত্ববোধ ও অনুশোচনার কথা প্রকাশ করেন। উপস্থিত বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও কমিটির আহ্বায়ক ভবিষ্যতে সিনিয়র-জুনিয়রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ ও শৃঙ্খলা বজায় রাখার উপর জোরালো দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আহ্বায়ক মহোদয় একটি আট দফা শর্তাবলী উপস্থাপন করেন, যা শিক্ষার্থীরা মেনে চলার অঙ্গীকার করেন। পরিবহন প্রশাসক এ বিষয়ের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তা আইনগতভাবে সমাধান করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট