মোঃ জাহিদুল ইসলাম:: সরকারের জনবান্ধব কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর ৩১ টি ওয়ার্ডে হতদরিদ্র মানুষের মাঝে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতায়। প্রতিটি ওয়ার্ডের ডিলার সমূহ তাদের নিজ নিজ দোকান ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্ধারিত মূল্যে ট্রাক সেল-এর মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হয়েছে। এ কার্যক্রমে প্রতিজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয়ের সুযোগ পান।
বৃষ্টিমুখর আবহাওয়া উপেক্ষা করে, মানবিক দায়বদ্ধতা থেকে সকাল থেকেই মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন খুলনা মহানগরের খাদ্য পরিদর্শক রাশেদ আহম্মেদ আল রিপন। তিনি নিজেই বিভিন্ন ওয়ার্ডের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে এক টন করে চাল ও দেড় টন আটা দেয়া হচ্ছে। কোন ডিলার এসব চাল ডাল সামগ্রী যাতে কালোবাজারে বিক্রি করতে না পারে সেজন্য বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর প্রতিটি ওয়ার্ডের সমস্ত পয়েন্টগুলো তদারকি করা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। যে কারণে সরকারের এই উদ্যোগে আমরা নিশ্চিত করছি যেন একজন প্রকৃত উপকারভোগীও বঞ্চিত না হন।
সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এই সহায়তা যেন আশীর্বাদ স্বরূপ। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ চলমান রাখার আহ্বান জানান তারা।
এমন উদ্যোগ সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যেমন সহায়ক, তেমনি সরকারি সেবার প্রতি আস্থা বৃদ্ধিতেও আরও বলেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জনসাধারণ।