1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :

খুলনা পিআইডি’র আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার বুধবার সকালে অফিসের সংবাদকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ লুৎফর রহমান প্রধান।
সেমিনারে প্রধান অতিথি বলেন, ইচ্ছাশক্তি ও কর্মদক্ষতায় তারুণ্যের বহিঃপ্রকাশ হয়। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মনোভাবকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। তরুণ সমাজের ওপর নির্ভর করে একটি উন্নত-সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। জুলাই আন্দোলনের পর আমরা যে দেশ পেয়েছি, সেটিকে নতুনভাবে গড়তে তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। এজন্য তাদের যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ তরুণ, এসুযোগকে কাজে লাগিয়ে উন্নতির শীর্ষে আরোহণ করার সুযোগ কোনভাবে হাতছাড়া করা যাবে না।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী আল মাসুদ। এতে আলোচক ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। সেমিনারে আযম খান সরকারি কমার্স কলেজের প্রভাষক মোঃ আবু রায়হান, আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামতে দুর্নীতি-স্বজনপ্রীতিমুক্ত, উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, দেশকে উন্নত করতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের পর আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন দেশ হবে সবধরণের বৈষম্যমুক্ত ও সুযোগের সমতার বাংলাদেশ। সেমিনারে কলেজ পড়–য়া ৪০জন শিক্ষার্থী অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট