দিঘলিয়া খুলনা:: সেনহাটি ইউনিয়ন মহিলা দলের নেতৃত্বে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্য ৩০জুন সোমবার বিকাল ৩টায় পথের বাজার কমিউনিটি সেন্টারে সেনহাটি ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা মহিলা দলের সহ সভাপতি পলি আক্তারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জায়েদা, সহ সভাপতি মুন্নি বেগম, সদস্য নাছিমা আক্তার পলি, দিঘলিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীন। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। এর আগে কর্মীসভার শুভ উদ্বোধন করেন খুলনা জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সাহানাজ ইসলাম এবং কর্মীসভায় সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহবায়ক আনোয়ার। কর্মীসভার মাধ্যমে সেনহাটি ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডে মহিলা কর্মীদের মাঝে প্রায় ৫০০টি সদস্য ফরম বিতরণ করা হয়। এ সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা খুব দ্রুত পূর্ণাঙ্গভাবে ওয়ার্ড কমিটি করার আহবান জানান সেনহাটি ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি।