বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত জামায়াত ইসলামের নেতা কর্মীরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে জামায়াত ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো। বেনাপোল পোর্ট থানা আমির রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবীবুর রহমান।
প্রধান অতিথি বলেন, ‘বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটে। লাখো ছাত্র-জনতার সঙ্গে একটি জনপ্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে জামায়াত ইসলাম ও শুরু থেকেই এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। আন্দোলনে প্রায় ২ হাজার আন্দোলনকারী শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। শহীদ ও আহতদের তালিকায় রয়েছে স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র, ছাত্রী, শিক্ষক, নারী, শিশু, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। আমরা সকল শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ১ জুলাই থেকে শুরু হওয়া এ আন্দোলন ৩৬ দিনের মাথায় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের পলায়নের মাধ্যমে সফলতায় পৌঁছে। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ফ্যাসিবাদ বিরোধী এ অভ্যুত্থানের ঐক্যের চেতনাকে অটুট রাখতে এ আন্দোলন। আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগ ও কোরবানীকে স্মরণীয় রাখতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব সহকারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ও উপস্থিত ছিলেন - বাংলাদেশ জামায়াত ইসলামের বেনাপোল পোর্ট থানার আমীর রেজাউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার বাংলাদেশ জামায়াত ইসলামের উন্নয়ন কমিটির সভাপতি মতিয়ার রহমান, জামায়াত নেতা ইয়ানুর রহমান, মাওলানা রিয়াসাদ হোসাইন, জামায়াত নেতা মাষ্টার মাহবুবুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।