পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়নে ১৬৪ জন সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ১৬৪ জন ভিজিএফ কার্ডধারী হতদরিদ্র জেলেদের মাঝে সরকার প্রদত্ত ১৫ কেজি হারে চাউল বিতরণ করা হয়েছে।
জুলাই বুধবার (২ জুলাই) সকালে লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সরদার।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, জি এম তাজউদ্দীন, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দু কুমার মন্ডল, দিলীপ কুমার মন্ডল, অঞ্জলি রানী ঢালী, অরুনা বেগম ও মর্জিনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রাম পুলিশ আব্দুল কাদের মোল্লা, আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ, শংকর কুমার সানা, দেবব্রত কুমার সানা, আশুতোষ কুমার সানা ও মোঃ এবাদুল গাজী সহ অনেকে।