পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তফা মোড়লের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোস্তফা মোড়ল শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগে জানা গেছে ১১ জুলাই শুক্রবার মোস্তফা মোড়ল আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে পারেন কে বা কাহারা তার নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপির চেয়ারপার্সন সহ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল এ ধরনের অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন সাবেক বিএনপি নেতা মোস্তফা মোড়ল। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির সাবেক এ নেতা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৫০৪ তারিখ ১১-০৭-২০২৫।