মোঃ জাহিদুল ইসলাম:: অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে এক আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালীমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ। তিনি ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার তাৎপর্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকার, কেন্দ্রের পরিচালক রেভারেন্ট ফাদার মিম্মো পিয়েতাঞ্জা, সভাপতি ওয়াহিদুজ্জামান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য তপন হালদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আলোচনা সভায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সামাজিক সম্প্রীতির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন আলোচকরা।