এম জালাল উদ্দীন:পাইকগাছা:: পাইকগাছায় ২০২৪-২৫ অর্থবছরে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম, আমসহ বিভিন্ন ফল ও ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে।
সোমবার(২১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, এসএম মফিজুর রহমান, এসএম তোফায়েল আহমেদ, এনামুল হক, আবুল কালাম আজাদ, আতাউল্লাহ, নাহিদ মল্লিক, ফয়সাল আহমেদসহ উপকারভোগী সাংবাদিকবৃন্দ।
এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬০০ উপকারভোগীকে নিম,বেল,জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়। এছাড়াও ১০০ জন কৃষককে ৫টি করে আম গাছের চারা,১২৫ জনকে ৫টি লেবু গাছের চারা ও ১০ কেজি জৈব সার এবং ৪৫ জনকে ৪টি তাল গাছের চারা ও ব্যাড়া সরবরাহ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন,এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে ফলদ ও বনজ গাছ রোপণের আগ্রহ বাড়বে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।