1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কমলো ১৫ শতাংশ.বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ আটক সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন আ.লীগ নেতাকে ভারতে যেতে না দিয়ে ফেরত পাঠালো বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে নাগরিক ফোরামের বিক্ষোভ দাকোপে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন-আমীর এজাজ বিএনপি চুরি করে নয়,সরাসরি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়- আমীর এজাজ খান সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে-জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম

কাস্টমস কর্মকর্তাদের উজ্জবিত করতে নির্দেশনা -রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন বলেন, আমদানী রপ্তানী বানিজ্য সহজীকরণ ও বন্দর থেকে দ্রুত খালাস করতে পারে সেজন্য কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের সন্তষ্টির জন্য আমরা সার্ভিস প্রোভাইডর হিসেবে কাজ করছি। সেবার মান আরোও বৃদ্ধি করার প্রয়োজন। পণ্য খালাস কেনো দ্রুত সম্পুর্ন হবেনা সে বিষটি কঠোর ভাবে মনিটারিং করবো। আমরা অচিরেই এ্যাসাই কোডা সিস্টেম পরিবর্তন করে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা। এটি পরিবর্তন করে আমরা নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছি। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হলে তাদের পক্ষ থেকে অভিযোগ কম আসবে। সেদিকে আমরা ফোকাস দিচ্ছি । স্থল পথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীরা চাইলে আমরা সেটি বিবেচনা করবো। তিনি আজ মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠাক শেষে সাংবাদিকদের একথা জানান।

এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউজে আসলে তাকে স্বাগত জানান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান ও নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন।

পরে তিনি বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে আমদানি রপ্তানি বানিজ্যে বিরজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খাঁনের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন।

পরে তিনি স্থানীয় বন্দর ব্যবহানকারী সংগঠন বেনাপোল সিএনন্ড্ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে মত বনিমিয় করেন। তাদের বিভিন্ন সমস্যা তিনি মনোযোগ দিয়ে শোনেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট