দাকোপ প্রতিনিধি :: দাকোপে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অদধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি জাকারিয়া আল হেলাল, বৈষম্য বিরোধী ছাত্রনেতা রাহাত সরদার। এসময়ে এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে ভ্যার্চুয়ালী অনুষ্ঠিত শপথ পাঠ করেন।