নিজস্ব প্রতিনিধি:: ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন একাদশ বনাম বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত উপকমিটির এক সভা রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক ও কেসিসি’র প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান।
এছাড়া বিকেলে জিআইজেড মিলনায়তনে সড়ক, মহাসড়ক ও সেতুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সজ্জিতকরণ উপকমিটি এবং র্যালি বাস্তবায়ন উপকমিটির সভাও অনুষ্ঠিত হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সড়ক, মহাসড়ক ও সেতুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সজ্জিতকরণ উপকমিটির আহবায়ক ও কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ এবং র্যালি বাস্তবায়ন উপকমিটির আহবায়ক ও কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও সেতুসহ স্থাপনাসমূহে বিলবোর্ড ডিসপ্লে, ফেস্টুন, প্লাকার্ড ও রঙিন পাতাকা দ্বারা সজ্জ্বিত করার পাশাপাশি আলোক দ্বারা সজ্জ্বিত করার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া নগরীর শহিদ হাদিস পার্ক, রূপসা, সাত রাস্তা, শিববাড়ি, গল্লামারী, জোড়াগেট ও নতুন রাস্তার মোড়সহ দৌলতপুর শহিদ মিনার চত্বর এবং ফুলবাড়ি গেটে সপ্তাহব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিডিও ডিসপ্লে প্রদর্শনের সুপারিশ গৃহীত হয়।
সভায় কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ^াস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো: মনিরুজ্জামান মিঠু ও মো: মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান ও লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মো: দেলোয়ার হোসেন, এ্যাসেসর মো: নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার আলমগীর কবির বিশ^াস, সহকারী কঞ্জারভেন্সী মো: জিয়াউর রহমান, কঞ্জারভেন্সী সুপার ভাইজার নাজমুল হক, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী মো: শাহীনুর জামান, প্রশাসনিক শাখার উচ্চমান সহকারী জি এম কুতুব উল আলম, কম্পিউটার অপারেটর আরিফ বিল্লাহ, সম্পত্তি শাখার সহকারী মো: ওমর ফারুক, স্টোর কিপার মো: রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, ছাত্র প্রতিনিধি মো: নাঈম ইসলাম, আশিকুর রহমান, মো: নাজমুল হোসেন, মো: নাজমুল ইসলাম ইমরান, বোখারী শিকদার, সাইফ নেওয়াজ, মো: সাইফুল ইসলাম, আলফশাহরীন প্রত্যুষ, মো: কাবিরুল ইসলাম বিন্দু, শাম্মী ইসলাম প্রমুখ পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন।