সুবীর ভৌমিক :: খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ওএমএস এর ১টন চাল ও ১টন আটা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে আসা এ অঞ্চলের শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। তাঁরা বলেন দৌলতপুরের ৩ নং ওয়ার্ডটি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো এখান থেকে কম মূল্যে চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন।
চলতি বর্ষা মৌসুমের মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত এ অঞ্চলের শ্রমিক পরিবারের মানুষের মাঝে ২০ বস্তা চাল ও ২০ বস্তা আটা বিক্রয় ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষেরা দীর্ঘ লাইন ধরে সকলকে এসব চাল আটা ক্রয় করতে দেখা গেছে।
সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩ নং ওয়ার্ডের এসব শ্রমিক কর্মচারী পরিবারের মানুষেরা বলেন খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসানের এই পয়েন্ট থেকে কাউকে নিরাশ হতে হয়না। যে কারণে এই পয়েন্টটি অন্যত্র সরিয়ে না নেয়ারও অনুরোধও জানান তারা।