বেনাপোল প্রতিনিধি:: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের আশানুর রহমানের ছেলে।
শুক্রবার (১ আগষ্ট ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় সাব্বির হোসেন (৩০) এবং আবদুল্লাহ (২৪) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এসময় হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হয়েছেন।
জাহিদের সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
জাহিদের চাচা মুজিবার রহমান মাষ্টার বলেন, এক বছর আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া যায় জাহিদ। ওখানে সে একটি কারখানায় ইনটোরিয়ার ডিজাইনের কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে কুয়ান্তান থেকে কুয়ালালামপুর ফিরছিল। তার এক সহপাঠি মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানিয়ছে।
জাহিদের বাবা আশানুর রহমান বলেন, মৃত্যুর সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে আমাদেরকে জানায়। অভাবি সংসারে আর্থিক সচ্ছলতার আশায় জাহিদকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলাম। সে আশা পূরন হলোনা। আমি তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।