নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের ১ম বিশেষ সভা (বাজেট) সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।
২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মতামত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সিটি কর্পোরেশন পরিচালনায় গঠিত কমিটির সদস্যবৃন্দ এবং সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সদস্যবৃন্দ সভায় আসন্ন বাজেটের বিষয়ে মতামত তুলে ধরেন।
বাজেট বিষয়ে কেসিসি প্রশাসক বলেন, আসন্ন বাজেট হবে বাস্তবভিত্তিক। কল্পনাপ্রসূত অথবা অবাস্তব কোন প্রতিশ্রুতি বাজেটে নেই। গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্থ রাস্তার উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পটি সমাপ্ত হওয়ায় বাজেটে সরকারি বরাদ্দ কমলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, সকলকে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। সকল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। খুলনাকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর তথ্য-উপাত্ত তুলে ধরেন বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, খুলনা ওয়াসা’র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।