দাকোপ প্রতিনিধি:: দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এএসডিডিডাব্লু এর সহযোগীতায় এবং এফজেএস এর অর্থায়নে সোমবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালনাক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। অন্যান্যের উপস্থিত ছিলেন সাবেক কমিশনার কনিকা বৈরাগী, সংগঠণের চুনকুড়ি সভানেত্রী টুম্পা গাইন, খাটাইল সভানেত্রী মলিনা বিশ^াসসহ দলিত নারী ও কিশোরী প্রতিনিধিবৃন্দ।