দাকোপ প্রতিনিধি:: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আলোচনা সভা এবং যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা জামায়াতে ইমলামী ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনসহ বিভিন্ন দপ্তর প্রধান, যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারী ভোগীবৃন্দ। সভা শেষে যুবক ও যুব মহিলাদের সপথ পাঠ ও ঋনের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উল্লেখ্য এবছর উপজেলয় ১২ জনা যুবক ও যুব মহিলাদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।