নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান বলেন, তরুণ সমাজ প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির সাথে পরিচিত হচ্ছে। সে কারণে উন্নয়ন কর্মকান্ডে তাদের সম্পৃক্ততা প্রয়োজন। যুব কাউন্সিলর হিসেবে তরুণ সমাজ পাশে থাকলে সিটি কর্পোরেশন আরো শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা রবিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘নগর যুব কাউন্সিল নির্দেশিকা মূল্যায়ন’ সভায় সভাপতির বক্তৃতা করছিলেন। ‘‘স্ট্রেনদিং, হার্নেছিং এন্ড ইন্টিগ্রেটিং ফেয়ার ট্রানজিশন্স থ্রু আরবান ইয়ুথ কাউন্সিল ইন বাংলাদেশ (এসএইচঅইএফটি)’’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। জাতিসংঘ সদর দপ্তরের নগর যুব কাউন্সিল গঠনে খুলনা সিটি কর্পোরেশন সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, যে কোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে জনসম্পৃক্ততা প্রয়োজন। তরুণদের সম্পৃক্তকরণে সংস্থাটি যে কাঠামো দাঁড় করিয়েছে তাকে একটি ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তুতকৃত নির্দেশিকাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে বলে জানান।
খুলনা মহানগরীতে একটি অন্তর্ভুক্তিমূলক নগর যুব কাউন্সিল মডেল বাস্তবায়ন করা যা প্রান্তিক যুবদের ক্ষমতায়ন, বৈষম্য হ্রাসকরণ, নগর উন্নয়ন, বাজেট বরাদ্দ এবং সামাজিক সেবার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়া যুব কাউন্সিলের সদস্যবৃন্দ বিভিন ধরণের অভিজ্ঞতা বিনিময় সভা, নিয়মিত মাসিক সভা এবং স্বাস্থ্য ও সামাজিক উন্নয়মূলক ক্যাম্পেইনের মাধ্যমে টেকসই নগরায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক মোঃ সেলিম মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভা উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান। খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরান হাসান, কেসিসি’র চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, উপসহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক এম এ হান্নান প্রমুখ সভায় বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। যুব কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ময়মনসিংহের সজীব হাসান সানি, রাজশাহীর খুরসিদা খাতুন, নারায়ণগঞ্জের মারিয়া খানম ও রংপুরের মোঃ মমিনুল ইসলাম সহ কেসিসি’র কর্মকর্তা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় যুব প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।