পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “দেশি মাছের দেশ ভরী, অভয়াশ্রম গড়ে তুলি” প্রতিপাদ্যে'কে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় পালিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।
এ উপলক্ষে সোমবার(১৮ আগষ্ট) পাইকগাছা উপজেলায় মৎস্য সপ্তাহের
কর্মসূচির মধ্যে রয়েছে—বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান, “মৎস্য সম্পদের স্থায়িত্বশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব ব্যবহার” শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য সেক্টরে অর্জিত সাফল্যের প্রচারাভিযান চিত্র প্রদর্শন, পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষার উপর প্রযোজ্য পরামর্শ প্রদান, “মৎস্যখাতে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা, বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার/কাবাডি) এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য অনুযায়ী, মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বে ২য় এবং বদ্ধ ও জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে ৫ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সম্পদ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মৎস্য খাতের অবদান আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
“মাছে ভাতে বাঙালি”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সাফল্যের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।