নকীব মিজানুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় ঐক্য জোটের সড়ক অবরোধ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে খুলনা–মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃষ্টি উপেক্ষা করে সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে এ কর্মসূচি শুরু করলে মহাসড়কে শতশত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন সর্বদল সংগ্রাম কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি ও কামরুল ইসলাম গোড়া। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। তবে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এ ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুসে ওঠে বাগেরহাটবাসী। চারটি আসন বহাল রাখার দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি প্রদান এবং ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে তারা।
আসন কমানো না বহাল রাখার বিষয়ে আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।