বেনাপোল প্রতিনিধি:: "এসো আলোকিত হয় " এ স্লোগান নিয়ে আজ শনিবার সকালে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে সৃজনশীলতার অনুশীলন, শিল্প ও সাহিত্যের চর্চা এবং শিশু-কিশোরদের আত্মপ্রকাশের এক উন্মুক্ত মঞ্চ গড়ে তুলতেই সৃজনশিখা, বেনাপোল-এর পক্ষ থেকে একদিন ব্যাপী আন্তঃস্কুল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সৃজনশিখা'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাজমুল হুসাইন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃস্কুল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক ব্যাক্তিত্ব, সৃজনশিখা উপদেষ্টা ও শাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশিখা উপদেষ্টা আবু তাহের ভারত ও মোস্তাফিজ্জোয়া সেলিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমন বাবু, শহিদুজ্জামান শহিদ , বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ব্যাক্তিত্ব ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ।