আন্তর্জাতিক ডেস্ক:: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকিতে রয়েছে। সংগঠনটির মতে, ইসরাইলি বাহিনীকে সহায়তা করা মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মীরা আন্তর্জাতিক আইনের আওতায় আইনি দায়বদ্ধতার মুখোমুখি হতে পারেন। খবর আল জাজিরার।
এইচআরডব্লিউ বলছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়িত। ইসরাইলকে গোয়েন্দা তথ্য সরবরাহ, সামরিক পরিকল্পনা প্রণয়ন এবং অভিযান পরিচালনায় সহযোগিতা করে ওয়াশিংটন কার্যত ২০২৩ সালের অক্টোবর থেকেই এ যুদ্ধে পক্ষ হয়ে উঠেছে।
সংগঠনটির ওয়াশিংটন পরিচালক সারাহ ইয়াগার বলেন, “ইসরাইলি বাহিনীর সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের অর্থ হলো, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র গাজায় সশস্ত্র সংঘাতের একটি পক্ষ ছিল এবং এখনো রয়েছে।”
তিনি আরো যোগ করেন, মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মী এবং ঠিকাদাররা ইসরাইলকে সহযোগিতা করছে, অথচ ইসরাইলি বাহিনী গাজায় যুদ্ধাপরাধে লিপ্ত। ফলে এ ধরনের সহায়তায় যুক্ত মার্কিন কর্মীরাও ফৌজদারি মামলার সম্মুখীন হতে পারেন।
মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে, হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানো ও সামরিক অভিযান সমন্বয়ের জন্য ইসরাইলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়। এমনকি ট্রাম্প প্রশাসন ইসরাইলকে বাড়তি সহায়তা দিয়েছে। ইসরাইলকে দুই হাজার পাউন্ড বোমা সরবরাহের অনুমোদনও দেওয়া হয়েছিল, যা পরে প্রেসিডেন্ট জো বাইডেন স্থগিত রাখেন।
সারাহ ইয়াগার বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশ জেনেশুনে অন্য একটি দেশকে গুরুতর যুদ্ধ আইন লঙ্ঘন বা মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।”