দাকোপ প্রতিনিধি:: দাকোপে পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রনে ২য় পর্যায়ে ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মীসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় চালনা পৌরসভার ছোট চালনা ও আনন্দ নগর গ্রামে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার।
বাংলাদেশ থেকে পিপিআর রোগ নিমূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রতিটি গ্রামে ২য় পর্যায়ে ছাগল ও ভেড়ায় পিপিআর টিকা প্রয়োগের পর বাদ পড়া গর্ভবতী ও ৩-১১ মাসের কম বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর আগামী ১৫ দিনের টিকা প্রদান চলমান থাকবে। টিকা প্রদান উদ্বোনী সভায় উপকার ভোগী ও উপজেলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।