পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের মো. আব্দুল খালেক গাজীর বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গত ১৭ আগস্ট ভোর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।
পরে ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক গাজী উপজেলা প্রশাসনের নিকট সাহায্যের জন্য আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার(২৬ আগষ্ট) উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন এর পক্ষ থেকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, নগদ অর্থ, শুকনা খাবার, কম্বল এবং উপজেলা পরিষদের মাধ্যমে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাহেরা নাজনীন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরবর্তীতে জেলা ত্রাণ কার্যালয়ের পক্ষ থেকেও আরও সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ বিষয়ে ইউএনও মাহেরা নাজনীন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
এদিকে বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমাজের বিত্তবানদের সহায়তার আহ্বান জানান।