নিজস্ব প্রতিনিধি:: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ২০২৫ পালন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটরিয়ামে এক অলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক (কিরাত, হামদ-না'ত ও বক্তৃতা) প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। কেসিসি পরিচালিত স্কুল, মাদরাসা ও মক্তবের ছাত্র-ছাত্রীবৃন্দ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কেসিসি শিক্ষক সমিতি-খালিশপুর থানা শাখার সভাপতি মাও: আবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, ১১ নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হুসনা, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান। দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি আলহাজ¦ মাওলানা নাসির উদ্দিন কাসেমী।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে নবী (স.) জীবনের আদর্শ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি শরীফ আসিফ রহমান কিরাত, হামদ-না'ত ও বক্তৃতা প্রযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।