মনির হোসেন:: কক্সবাজারের মাতারবাড়িতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলে আটক করেছে কোস্টগার্ড
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব।
তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সকাল ৭ টায় অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply