মনির হোসেন:: বরগুনার পাথরঘাটায় “তারুণ্যের উৎসব-২০২৫”শীর্ষক অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান বিরোধী আলোচনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান বিরোধী আলোচনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এরূপ উদ্যোগ অব্যাহত রাখবে।