দাকোপ প্রতিনিধি :: দাকোপে উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরণে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সিএনআরএস‘র ইভলভ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্ক কমিটির ও দাকোপ প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অডিনেটর দেবাশীষ কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য বীথিকা রায়, কালিপদ কুমার রায়, রওশন আরা, বিনীতা রায়, দিপায়ন বিশ^াস, হেনা রায় প্রমুখ। কর্মশালা শেষে প্রধার অতিথির কাছে প্রকল্পের যাবতিয় নথিপত্র হস্তান্তর করা হয়।