চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন আসন্ন শারদীয় দুর্গোৎসবের আয়োজন ও প্রস্তুতিমূলক কর্মকান্ডের খোঁজ-খবর নিতে বিভিন্ন পূজো মন্ডপ পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন মন্দির ও শক্তি উপাসনালয়ের আয়োজিত ১৫১ প্রতিমা-বিগ্রহ দিয়ে দুর্গাপূজার প্রস্তুতিপর্ব পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিতলমারী উপজেলা শাখার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর প্রথম পঞ্চপল্লীর এই মন্দিরে এতো প্রতিমা-বিগ্রহের আয়োজন হচ্ছে। আসন্ন দুর্গোৎসবে এখানে পাঁচ লক্ষাধিক ভক্ত-পূজারী-দর্শণার্থীর সমাগম হবে বলে আয়োজকরা আশা করছেন।
পরিদর্শনকালে চিতলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস ও উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ লাল ফিতা কেটে শারদীয় দুর্গাপূজোর প্রস্তুতি পর্বের শুভ উদ্বোধন করেন।
পরে মন্দিরে সামনে আয়োজিত আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস ও জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলার শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান।
এ সময় উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ বছর উপজেলার ৭টি ইউনিয়নের মোট ১৫২ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। চুড়ান্তু তালিকা এখনো হয়নি। আসন্œ দুর্গাপুজাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।