নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অবসরোত্তর ছুটিতে (পিএরএল) গমন করা দুই জন কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমান নন্দী ও মো: আব্দুল মাজেদ মোল্যার বিদায় সংবর্ধনা সোমবার দুপুরে রাজস্ব বিভাগের কর আদায় শাখায় অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান টিটো’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তাদের সাথে দায়িত্ব পালন সময়ের স্মৃতিচারণ করে বলেন, কর্মজীবনে উভয় কর্মকর্তা সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর সেবা করে গেছেন। উভয় কর্মকর্তা সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি উভয় কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন সহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী বিগত ০৩ মার্চ ২০২৫ তারিখ এবং মো: আব্দুল মাজেদ মেল্যা গত ১৪ আগস্ট ২০২৫ তারিখ অবসরোত্তর ছুটিতে গমন করেন।