চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন ও একই ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ জসিম জোর করে অর্থ আদায়ের অভিযোগ মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন।
লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, ‘আমরা এলাকায় রাজনৈতিক, সামাজিক ভাবে ও অর্থনৈতিক ভাবে সুনামের সাথে বসবাস করে আসছি। পেশায় আমরা দুইজনই ঘের ব্যবসায়ী। জায়গা জমি সংক্রান্ত ও দলীয় বিরোধের জের ধরে প্রতিবেশী রুস্তম আলী খার সংবাদ সম্মেলেনে করা অভিযোগের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর দুটি ফেসবুক মিডিয়ায় আমাদের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে। রুস্তম আলী খা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা তার আত্মীয়র গরু বিক্রির ২০ হাজার টাকা নিয়েছি। যা আদৌ ঠিক নয়। মূলত রুস্তম খার সাথে আমাদের জায়গা জমি ও দলীয় বিষয় নিয়ে বিরোধ রয়েছে। সেই সমস্ত ঘটনা ধামাচাপা দিতে এবং আমাদের সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে রুস্তম আলী খাসহ একটি কুচক্রিমহল এই সংবাদ সম্মেলন করেন। যা আমাদের মতামত বা বক্তব্য না নিয়ে কিছু সংবাদ কর্মি উক্ত সংবাদ পরিবেশন করেছে। যা মারাত্মক ভাবে আমাদের সামাজিক ও রাজনৈতিক মান-সম্মান ক্ষুন্ন করেছে। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দলীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিষয়টি তদন্ত করেছেন। তদন্তে ২০ হাজার টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা প্রমানিত হয়েছে।’
রুস্তম আলী খার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা সন্তোষপুর মনিরুজ্জামান লিখন বলেন, ‘আগে ওরা বলেছিল যে, টাকা নিয়েছে। তাই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছিলাম। এখন ভিকটিম বলছে ওরা টাকা নেয়নি।’
চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান বলেন, ‘আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে তদন্ত করেছি। তদন্তে প্রাথমিক ভাবে জোর করে অর্থ আদায়ের কোন সত্যতা পাওয়া যায়নি।’
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছি। চুড়ান্ত রিপোর্টে সব জানা যাবে।’
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কবির গাজী, যুবদল নেতা সুমন শেখ, মোঃ আলামিন শেখ ও আজিজুল মল্লিক।