এম জালাল উদ্দীন:পাইকগাছা:: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে খুলনার পাইকগাছা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং সর্বস্তরের সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মইনুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পিআইও রাজীব বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পূজা পরিষদের জেলা পূজা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মুরারী মোহন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, ঐক্যফ্রন্টের উপজেলা সেক্রেটারি দিপংকর শিকদার, শান্ত্বানু সরকার, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডলসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর পাইকগাছা উপজেলায় ১৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন উৎসব। তাই সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।