পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বিএনপি বিএনপি নেতা এসএম রফিকুল ইসলাম রফিক এর উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পৌরসদরের বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে এ কর্মসূচি পরিচালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম রফিক।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, “বিনাভোটে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে খুন-গুম ও মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। দেশের মানুষের মুক্তি ও অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।”
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই এই ৩১ দফা প্রস্তাব করেছিলেন, যেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার রূপরেখা রয়েছে। জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দিলে তারা বুঝতে পারবেন বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে।
রফিকুল ইসলাম রফিক আশা প্রকাশ করে বলেন, “৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সরোয়ার মাহবুব, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা আবু মুসা মুন্না, আক্তার হোসেন, জামাল ফারুক, আবু মুসা, শাহেব আলী মোড়ল, জাফর সরদার, ছাত্র নেতা সাইফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।