পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পাইকগাছায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন "পার্বত্য চট্টগ্রামের অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক নগর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প” এর অংশ হিসেবে দেশের ২২টি উপকূলীয় পৌরসভায় এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পাইকগাছা পৌরসভার জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভা সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পৌর সভার প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পাইকগাছা পৌরবাসী নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পাবে। পাশাপাশি এটি উপকূলীয় অঞ্চলে টেকসই নগর উন্নয়ন ও জনস্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।