মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা মহানগরীর খানজাহানআলী থানার শিরেমনি বাজার ডাচ বাংলা এজেন্ট ব্যাংক রাখালী শাখার ৪ কোটি টাকা আত্মসাত কারী প্রতারক দলের সদস্যদের গ্রেফতার পূর্বক আমানত কারীদের টাকা ফেরতের দাবীতে আজ সকাল১১টায় ভুক্তভোগীদের এক সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তারা ব্যাংক কর্তৃপক্ষের নিকট আমানতের টাকা ফেরত চেয়ে ও প্রতারকদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন। টাকা আত্মসাত কারীদের অন্যতম হোতা এজেন্টট ব্যাংকের মালিক শেখ মিরাজুল ইসলামকে গ্রেপ্তার এব পব খানজাহানআলী থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন। অপর দিকে আমানতকারীরা ৩ মাসের আল্টিমেটাম দিয়েছে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংক খুলনা অফিস ঘেরাও করবেন এবং আমানতের টাকা ফেরত না দিলে আগামী জানুয়ারী মাসে শিরোমনি এজেন্ট ব্যাংকের সন্মুখে জীবন আত্মহুতি দিবেন বলে ঘোষণা দেন তাঁরা।